Wednesday, July 31, 2019

ঢেলে সাজানো হচ্ছে শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাস

#শিলিগুড়ি: ৫ কোটির কিছু বেশী অর্থ দিয়ে ঢেলে সাজানো হচ্ছে তেনজিং নোরগে বাস টার্মিনাস। উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়ির এই টার্মিনাস থেকেই গোটা রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যে বাস চলাচল করে। পরিবহন দফতরের মন্ত্রী এবং সচিবের সঙ্গে বৈঠকের পর এই টার্মিনাস সাজিয়ে তোলার পরিকল্পনা নেয় রাজ্য। ২০২০-র অক্টোবরের মধ্যে কাজ সম্পন্ন করার সময়সীমা চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে থাকছে যাত্রী ও পর্যটকদের জন্য বাতানুকুল ডরমেটরি, ফ্যামিলি রুমের ব্যবস্থা।
সেইসঙ্গে কম খরচে পর্যটকদের খাবারের ব্যবস্থাও করবে পর্যটন দফতর।
এদিন টার্মিনাস পরিদর্শনের পর এ'কথা ঘোষণা করেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। জানানো হয়, টার্মিনাসের বাইরে যে গুমটি দোকানগুলি রয়েছে সেগুলিকেও এক ছাতার তলায় নিয়ে আসা হবে। এর ফলে, শিলিগুড়ি জংশন স্টেশন এবং টার্মিনাসের রাস্তা অনেকটা চওড়া হবে। পাশাপাশি ১৫ হাজার স্কয়্যার ফুটের একটি প্রশাসনিক ভবন তৈরী হবে। যাত্রী এবং পর্যটকদের বসবার সুবন্দোবস্ত করার পরিকল্পনাও রয়েছে।  ইতিমধ্যেই প্রকল্প রিপোর্ট তৈরি হয়ে গিয়েছে। এবার অনুমোদনের অপেক্ষায়।

No comments:

Post a Comment