Wednesday, July 31, 2019

করণের বাড়িতে হুল্লোড়ে মাতলেন দীপিকা-রণবীর! সঙ্গী ভিকি-শাহিদ-মালাইকা...

এই আড্ডার ঝলক সব স্টারদের ভক্তদের সঙ্গে শেয়ার করলেন করণ জোহর স্বয়ং। ইতোমধ্যে ভিডিয়োতে লাইকের সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ ২৮ হাজার! আপনিও বা কেন মিস করবেন!

করণ জোহরের মতো বন্ধুবত্‍সল বলিউডে রয়েছেন হাতে গোনা কয়েক জন। তবে সব সময়ে যে ঝাঁ চকচকে ল্যাভিশ পার্টির আয়োজন করেন তা নয়, বন্ধুদের জন্যে ঘরোয়া গেটটুগেদারও থাকে তাঁর ঝুলিতে। শনিবার তেমনই এক আড্ডা জমেছিল করণের বাড়িতে।
 
বক্স অফিসে সব রেষারেষিকে পাশে সরিয়ে আড্ডায় মেতে উঠেছিলেন দীপিকা পাডুকোন, রণবীর কাপুর, অর্জুন কাপুর, মালাইকা আরোরা, শাহিদ কাপুর, মীরা রাজপুত, বরুণ ধাওয়ান ও তাঁর গার্লফ্রেন্ড নতাশা দালাল, ভিকি কৌশল, জোয়া আখতার, অয়ন মুখোপাধ্যায়। এই আড্ডার ঝলক সব স্টারদের ভক্তদের সঙ্গে শেয়ার করলেন করণ জোহর স্বয়ং। ইতোমধ্যে ভিডিয়োতে লাইকের সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ ২৮ হাজার!

ভিডিয়োর শুরুতেই এলবিডি-তে দেখা মেলে গর্জাস দীপিকার। এরপর একে একে করণের ক্যামেরার ফ্রেমে ধরা পড়েন মালাইকা, অর্জুন, বরুণ, শাহিদ, রণবীরকে। তবে এই ভিডিয়োয় ভক্তরা অবশ্যই মিস করবেন রণবীর সিং এবং আলিয়া ভাটকে। দু’জনেই এখন ব্যস্ত তাঁদের আগামী ছবির শ্যুটিংয়ে।




তিন তালাক বিল পাশ: মোদীর এই মাস্টারস্ট্রোক নিয়ে কী ভাবছেন নুসরত জাহান? পারবেন একটা বাহবা দিতে?

মঙ্গলবার, ৩০ জুলাই, এনডিএ সরকার রাজ্যসভায় তিন তালাক বিল পাশ করার সঙ্গে সঙ্গে উচ্ছাস প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেশ কিছু সময় ধরে তিন তালাকের রীতিকে বেঠিক প্রমাণ করার চেষ্টায় ছিল তাঁর সরকার। অবশেষে সংসদের দুই কক্ষেই পাশ হয়ে এই বিল এবারে রাষ্ট্রপতির কলমের সম্মতির অপেক্ষায়
বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এই পদক্ষেপের মধ্যে রাজনীতি খোঁজার চেষ্টা অবান্তর। বরং মোদী মুসলমান নারীকে ন্যায় এবং সম্মান দেওয়ার জন্যেই এই কাজটি করেছে।

মোদী এক ধাক্কায় ভেঙে দিলেন মুসলমান 'মনোলিথ'

এক কথায়, মোদী এক ঢিলে দুই পাখি মারলেন এই বিল পাশের মধ্যে দিয়ে। একদিকে মুসলমান সমাজকে যে এতদিন 'মনোলিথ' (একশিলা বা রাজনীতির ক্ষেত্রে একই প্রকারের) বলে ব্যাখ্যা করতেন রাজনৈতিক কান্ডারীরা এবং 'সেকুলার' ভোটপ্রার্থীরা সেই 'মনোলিথ'-এর আশীর্বাদের মুখাপেক্ষী হয়ে থাকতেন, সেটিকে ভেঙে দিলেন। আর অন্যদিকে, সংখ্যালঘু সমাজের মহিলাদের এই বার্তা দিলেন যে তিনি তাঁদের পাশে রয়েছেন। দেশে মহিলা ক্ষমতায়নের ব্যাপারেও এ এক বিরাট পদক্ষেপ।
বিরোধীরা কেউই সোজাসুজি এর বিরুদ্ধাচরণ করে নিজেদের অবশিষ্ট ভোটব্যাঙ্কটিকে হারাতে চাইবেন না কিন্তু কিছু না বলেও তাঁদের হারানোর এখন অনেক কিছুই রয়েছে।

এই মুহূর্তে জানতে ইচ্ছে করছে তৃণমূল কংগ্রেস সাংসদ নুসরত জাহান কী ভাবছেন তা। এই বছরের লোকসভা নির্বাচনের প্রচারের সময়ে নুসরত তিন তালাক নিয়ে তাঁর বিরোধী অবস্থান পরিষ্কার করলে তাঁর দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই তাঁর অবস্থানকে ধূলিসাৎ করেছিলেন। "ও বাচ্চা মেয়ে, ও আর কী বোঝে" জাতীয় উক্তি করে নুসরতের কথাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু কেন্দ্রে মোদী সরকার যখন সেই তিন তালাকের বিরোধিতার রাজনীতিকেই প্রতিষ্ঠা করলেন, তখন নুসরত কী ভাবছেন? তাঁর দলের নেত্রী এনডিএ সরকারের এই বিল পাশের বিষয় নিয়ে কিছু মন্তব্য টুইটারে না করলেও (এটা কি প্রশান্ত কিশোরের দাওয়াই?) নুসরতের কাছে মানুষ তাঁর অবস্থান জানতে চাইবে বইকি। কারণ, তিনি নিজেকে এখনও পর্যন্ত একজন শিক্ষিতা, আধুনিকা নারী হিসেবে প্রতিপন্ন করে এসেছেন; কোনওরকম ধর্মের জোরাজুরিকে নিজের উপরে খাটাতে দেননি। কিন্তু, দলের অবস্থান এড়িয়ে কি তিনি একটি নির্ভীক মতামত দিতে পারবেন? যদি না দিতে পারেন, বুঝতে হবে ভারতীয় গণতন্ত্র এখনও সাবালক হয়নি।

অন্যদিকে, মোদী কিন্তু এই মাস্টারস্ট্রোকের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন যে আগামী দিনগুলিতে তাঁকে আর মুসলমান-বিরোধী তকমা দিয়ে আক্রমণ করা যাবে না নির্বাচনী লড়াইয়ে। বার বার মোদীকে বলা হয়েছে যে তিনি 'ইনক্লুসিভ' ভারতের পক্ষে নন, কিন্তু তিন তালাকের বিরোধিতার বিল পাশ করে সে অভিযোগের অনেকটাই তিনি খণ্ডন করে দিতে পেরেছেন।

লুকিয়ে দ্বিতীয়বার বিয়ে করলেন রাখি সাবন্ত, বর প্রবাসী ভারতীয়

লুকিয়ে দ্বিতীয়বার বিয়ে করলেন রাখি সাবন্ত, বর প্রবাসী ভারতীয়

২৮ জুলাই রবিবার দ্বিতীয়বার বিয়ে করলেন বলিউড তারকা রাখি সাবন্ত। শোনা যাচ্ছে মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে পরিবারের কয়েকজন সদস্যদের নিয়েই এক এনআরআই-কে বিয়ে করেছেন তিনি। অনুষ্ঠানের গোপনীয়তা বজায় রাখতে পাঁচতারা হোটেলের হলঘর নয়, একটা ঘরের মধ্যেই বিবাহ অনুষ্ঠান করেছেন রাখি, সেখানেই বেঁধেছেন গাঁটছড়া।


২০০৭ সালে আশরাফ নামের এক ব্যক্তির সঙ্গে প্রথমবার বিয়ে করেন রাখি। যদিও অনেকেরই দাবি ২০০৭ নয়, রাখির সঙ্গে আশরাফের বিয়ে হয়েছে ২০০৪ সালেই। গত বছর রাখি সাবন্ত নিজেই ঘোষণা করেছিলেন ৩১ ডিসেম্বর দীপক কলালের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন তিনি। যদিও সেটা রাখির প্রচার ছাড়া আর কিছুই ছিল না। দীপকের সঙ্গে বিয়ে হয়নি তাঁর।

ঢেলে সাজানো হচ্ছে শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাস

#শিলিগুড়ি: ৫ কোটির কিছু বেশী অর্থ দিয়ে ঢেলে সাজানো হচ্ছে তেনজিং নোরগে বাস টার্মিনাস। উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়ির এই টার্মিনাস থেকেই গোটা রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যে বাস চলাচল করে। পরিবহন দফতরের মন্ত্রী এবং সচিবের সঙ্গে বৈঠকের পর এই টার্মিনাস সাজিয়ে তোলার পরিকল্পনা নেয় রাজ্য। ২০২০-র অক্টোবরের মধ্যে কাজ সম্পন্ন করার সময়সীমা চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে থাকছে যাত্রী ও পর্যটকদের জন্য বাতানুকুল ডরমেটরি, ফ্যামিলি রুমের ব্যবস্থা।
সেইসঙ্গে কম খরচে পর্যটকদের খাবারের ব্যবস্থাও করবে পর্যটন দফতর।
এদিন টার্মিনাস পরিদর্শনের পর এ'কথা ঘোষণা করেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। জানানো হয়, টার্মিনাসের বাইরে যে গুমটি দোকানগুলি রয়েছে সেগুলিকেও এক ছাতার তলায় নিয়ে আসা হবে। এর ফলে, শিলিগুড়ি জংশন স্টেশন এবং টার্মিনাসের রাস্তা অনেকটা চওড়া হবে। পাশাপাশি ১৫ হাজার স্কয়্যার ফুটের একটি প্রশাসনিক ভবন তৈরী হবে। যাত্রী এবং পর্যটকদের বসবার সুবন্দোবস্ত করার পরিকল্পনাও রয়েছে।  ইতিমধ্যেই প্রকল্প রিপোর্ট তৈরি হয়ে গিয়েছে। এবার অনুমোদনের অপেক্ষায়।

ছোবল মারায় রেগে গিয়ে সাপকেই কামড়ে টুকরো করল মত্ত যুবক!

রবিবার রাতে সাপের ছোবল খেয়েই ক্ষেপে গিয়ে প্রতিশোধ নিতে ঝাঁপিয়ে পড়েন ওই যুবক!


মদ্যপান করার পর নিজের ঘরে বসে ছিলেন রাজকুমার। কখন যে ঘরের মধ্যে একটি সাপ ঢুকে পড়েছে তা খেয়াল করেননি। বেখেয়ালে সাপের গায়ে পা দিতেই ছোবল মারল সাপ! প্রথমে সাপের ছোবলের প্রচন্ড ব্যাথায় ককিয়ে উঠলেও পর মুহূর্তেই ক্ষেপে ওঠেন মত্ত রাজকুমার। সাপটিকে পাকরাও করে সোজা কামড় বসিয়ে দেন সাপের গায়ে। একের পর এক কামড়ে টুকরো টুকরো করে ফেলেন বিষধর সাপটিকে। এর পরে অবশ্য হাসপাতালে ভর্তি করতে হয় রাজকুমারকে।

অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ইটাহ জেলায়। রবিবার রাতে সাপের ছোবল খেয়েই প্রতিশোধ নিতে ঝাঁপিয়ে পড়েন রাজকুমার। যদিও এর পরেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বড় হাসপাতালে তাঁকে রেফার করা হয়। রাজকুমারের বাবা বাবুরাম বলেন, "সাপটি যখন ঘরে ঢুকে ছোবল দেয়, তখন আমার ছেলে মত্ত ছিল। তাই হিতাহিত জ্ঞান হারিয়ে সাপটিকে কামড়ে টুকরো টুকরো করে ফেলেছে।" ছেলের চিকিত্সা করানোর আর্থিক সংগতি তাঁর নেই বলেও আক্ষেপ করেন রাজকুমারের বাবা।

চিকিত্সকরা জানান, রাজকুমারের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তবে, সাপটিকে চিহ্নিত করা গিয়েছে। তাই চিকিত্সা করতে কিছুটা সুবিধা হয়েছে। তবে, এ ভাবে কামড়ানোর পর সাপ ধরতে যাওয়া যে অত্যন্ত বিপজ্জনক, সে কথাও মনে করিয়ে দেন এক চিকিত্সক।

সাপ কামড়ানোর পরেই প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাজকুমারকে। রাজকুমারের কাণ্ড দেখে প্রথমে বেশ হকচকিয়ে যান হাসপাতালের চিকিত্সকরা। এক চিকিত্সক বলেন, "রাতে এক ব্যক্তি আমার কাছে এসে জানান যে তিনি সাপকে কামড়ে দিয়েছেন।" এর উত্তরে কী বলবেন প্রথমে বুঝতে পারেননি সেই চিকিত্সক। পরে অবশ্য বুঝতে পারেন সাপটিই আগে সেই ব্যক্তিকে ছোবল মেরেছে। তার পরেই তাঁকে বড় হাসপাতালে রেফার করা হয়।

Tuesday, July 30, 2019

ফের পুলিশের উর্দিতে ‘Tiktok’ ভিডিও করলেন দুই মহিলা, ‘পাতলি কোমর’-র সুরে নাচের ভিডিও ভাইরাল

ফের পুলিশের উর্দিতে ‘Tiktok’ ভিডিও করলেন দুই মহিলা, ‘পাতলি কোমর’-র সুরে নাচের ভিডিও ভাইরাল||||

পুলিশের উর্দিতে নাচে সাসপেন্ড হতে হয়েছিল, তবুও থামছে না উর্দিতে Tiktok ভিডিও করা...

#নয়াদিল্লি : কিছুদিন আগে দুই হরিয়ানার পুলিশ কর্মী উর্দি পড়ে  ‘Tiktok’ করেছিলেন ৷ সলমন খানের ছবির গানে দুই পুলিশ কর্মীকে নাচের খেসারত দিতে হয়েছিল ৷ তাঁরা সাসপেন্ড হয়েছিলেন ৷ তারপরেও ফের পুলিশের উর্দি গায়েই নাচে মাতলেন দুই মহিলা পুলিশ ৷
এবার তাঁরা নেচেছেন হরিয়ানভি নায়ক অজয় হুডার গানের তালে ৷ দুই পুলিশ কর্মী দিল্লি পুলিশের তা নিশ্চিত ৷ দিল্লির ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে তাঁরা শ্যুটিং করেছেন সেটা বোঝা না গেলেও দেখা যাচ্ছে ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে দুই মহিলা ৷ একজন হাতে মোবাইল ফোন ধরে শ্যুটিং করেছেন ৷ স্বল্প দৈর্ঘ্যের এই টিকটক ভিডিওতে বেশ ‘লটকা-ঝটকা ’ দেখিয়েছেন দুই মহিলা ৷

একটা সূত্রের বক্তব্য নয়াদিল্লির ভিআইপি রোডের সামনে কর্তব্যরত এই দুই মহিলা পুলিশ৷ হরিয়ানার গায়কের যিনি গানটি গেয়েছে তাঁর নাম মুকেশ ফৌজি ৷ যাঁর ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ পপুলার ৷ ইতিমধ্যেই এই গানের ইউটিউবে ২ কোটি ভিউ রয়েছে ৷ এবার এই দুই পুলিশ কনস্টেবলের ভিডিও কতটা ভাইরাল হয় সেটাই দেখার ৷

আরও দেখুন